উসমান-আফ্রিদির বোলিং তাণ্ডবে অল্পেই গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান মধ্যকার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে আজ মাঠে নেমেছে দুইদল। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন সরফরাজ আহমেদের পরিবর্তে পাকিস্তানের অধিনায়কত্ব পাওয়া শোয়েব মালিক। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার।

কুইন্টন ডি কক (০) এবং রেজা হেন্ডরিকস (২) ফেরার পর ডু প্লেসিস ও আমলার ব্যাটে ঘুরে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকা। কিন্তু দলের হয়ে সর্বোচ্চ ৫৯ রানের ইনিংস খেলে ফিরেন প্লেসিস। অন্যদিকে ৫৭ রান করে ফেরেন আমলা। এরপর আর কেউ ব্যাট হাতে দাঁড়াতে পারেনি।

মাত্র ১৬৪ রানেই অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের হয়ে উসমান শিনওয়ারি ৪টি, শাহীন শাহ আফ্রিদি ও শাদাব খান ২টি করে এবং ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ আমির নিয়েছেন ১টি করে উইকেট শিকার করেন।

সিরিজে সমতায় ফিরতে হলে পাকিস্তানের প্রয়োজন ১৬৫ রানের।