উৎসবের মধ্য দিয়ে কুড়িগ্রামে বছরের প্রথম দিনে বই বিতরন

রোকনুর জামান রিপন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ ১ জানুয়ারী ২০১৯ কুড়িগ্রামে উৎসবের মধ্য দিয়ে বছরের প্রথম দিন ৯ উপজেলায় প্রায় আড়াই হাজার শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন স্তর ও শ্রেণীর শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী বই বরাদ্দ চাওয়া হয়। সে মোতাবেক জেলায় মাধ্যমিক, মাদ্রাসা, প্রাথমিক ও প্রাক প্রাথমিক মিলে ৫০লাখ ৫৮হাজার ৪৭২টি বই চাহিদার বিপরীতে বরাদ্দ দেয়া হয়।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসক সুলতানা পারভীন কিশলয় আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর তিনি কালেক্টরেট স্কুল এন্ড কলেজ ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মেহেদুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজুর রহমান, সিভিল সার্জন ডা: এস.এম আমিনুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার শামসুল আলম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারস্বপন কুমার রায় চৌধুরী প্রমুখ।

বই উৎসবে জেলা প্রশাসক সুলতানা পারভীন বলেন, বর্তমান সরকারের চলমান উন্নয়নের ধারাবাহিকতার একটি অংশ বই বিতরণ। বিনামূল্যে একদিনে শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয়া সরকারের বড় অর্জন। যা সারাবিশ্ব আলোড়ন সৃষ্টি করেছে। বর্তমানে কোন বই সংকট নেই। পর্যায়ক্রমে সব বই চলে আসছে।