উৎসব মুখর পরিবেশে নাটোরে বই উৎসব পালিত

মোঃ আবু জাফর সিদ্দিকী, নাটোর প্রতিনিধিঃ নাটোরে মাধ্যমিক, এবতেদায়ী, ভোকেশনাল ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার মাধ্যমে পালিত হয়েছে বই উৎসব।

মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে শহরের সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহম্মদ শাহরিয়াজ, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজ্জাকুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এরশাদ উদ্দিন আহমেদ সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ। এ সময় নতুন বই হাতে পেয়ে আনন্দ প্রকাশ করে শিক্ষার্থীরা।

এদিকে মঙ্গলবার সকালে সিংড়া দমদমা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দমদমা পাইলট স্কুল এন্ড কলেজ ও বিয়াম ল্যাবরেটরী স্কুলে বই উৎসবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুলইসলাম শফিক, উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমারমাহাতো, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমিনুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার মইনুল হাসান সহ প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ জানান, এবার জেলার ২লাখ ৫হাজার ৮৩২জন সরকারী ও এনজিও পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ৯লাখ, ১লাখ ৫০হাজার ৪৭০জন মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে ২১লাখ ৮২হাজার ২১৫টি এবং ৫৩হাজার ৪৬৫ জন মাদ্রাসার শিক্ষার্থীর মাঝে ৫লাখ ৫৬হাজার ১৭০টি বই বিতরণ করা হবে।