এক ম্যাচ হাতে রেখেই ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জয়ের পর আজ দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে টাইগার যুবারা। যার ফলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

আজ বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সিরিজের দ্বিতীয় ম্যাচ মাঠে নামবে এই দুই দল। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৬ রান করে ইংলিশরা। দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন লুইস গোল্ডসঅর্থি।

এছাড়াও জ্যামি স্মিথ ৪৮, উইল স্মিড ৪৩, বেন চার্লসঅর্থ ৩৯ ও জর্জ ব্যাল্ডারসন অপরাজিত ২৯ রান করেন। বাংলাদেশের হয়ে মৃত্যুঞ্জয় চৌধুরী ৪টি ও তানজিম হাসান সাকিব, আশরাফুল ইসলাম সিয়াম ও রিশাদ হোসেন ১টি করে উইকেট শিকার করেন।

২৫৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ৪৭.৫ ওভারে ৫ উইকেট হারিয়েই জয় তুলে নেয় টাইগার যুবারা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৭০ রান করেন তানজিদ। এছাড়াও আকবর ৫৭, প্রান্তিক ৩১ ও মাহমুদুল ৫৮ রানে অপরাজিত ছিলেন। এরই ফলে ৫ উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজে জয় পায় টাইগার যুবারা।