এমপি শাওনের উদ্যোগ ‘ক্লীন লালমোহন, গ্রীণ লালমোহন’

জাহিদুল ইসলাম দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধি: ‘ক্লীন লালমোহন, গ্রীণ লালমোহন’ নামে ভোলার লালমোহন উপজেলাকে পরিচ্ছন্ন করার ব্যতিক্রমী এক উদ্যোগ হাতে নেওয়া হয়েছে।

ভোলা-৩ আসনের এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে আইন শৃঙ্খলাসভায় এ ঘোষণা দেন। এমপি শাওনের নেতৃত্বে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমিসকল অফিসার ও জনপ্রতিনিধিদের নিয়ে ‘ক্লীন লালমোহন, গ্রীণ লালমোহন’ বাস্তবায়নে কাজ করবেন।

যেখানে যেখানে নোংরা পরিবেশ থাকবে সেখানে পরিচ্ছন্ন করে ফুল গাছ রোপনের মাধ্যমে সৌরভ ছড়িয়ে দেওয়া হবে। একই সাথে এমপি নুরুন্নবী চৌধুরী শাওন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ‘গ্রাম হবেশহর’ এই শ্লোগানকে সামনে রেখে সভায় রাষ্ট্রনায়ক শেখ হাসিনার স্বপ্নের দুর্ণীতি, জঙ্গিবাদ, মাদক ও ক্ষুধা-দারিদ্র মুক্ত উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে লালমোহন উপজেলাকে রোল মডেল উপজেলায় পরিণত করার জন্য উপজেলা প্রশাসনের ও স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি নির্দেশনা দেন।

উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমির সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইসচেয়ারম্যান ফখরুল আলম হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান, সরকারি শাহবাজপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদ রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, মোঃ ফরিদ উদ্দিন, এএমএম শাহাবুদ্দিন, আবুল কাশেম মিয়া, আকতার হোসেন।

এর আগে দীর্ঘদিন পর ৫ দিনের সফরে লালমোহনে এসে হাজার হাজার জনতার ভালোবাসায় সিক্ত হন তিনি। মঙ্গলবার সকালে লালমোহনে এসে পৌছলেই লালমোহন ও তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, মহিলালীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওনকে ফুলদিয়ে বরণ করেণ।