ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ভারতের বড় হারগুলো দেখে নিন

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে লজ্জাজনকভাবে হেরেছে ভারত। সিরিজে জয় পেলেও চতুর্থ ওয়ানডেতে আজ কিউই বোলারদের বিপক্ষে মাত্র ৯২ রানেই গুটিয়ে যায় ভারত। জবাবে ৮ উইকেট ও ২১২ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড।

যা কিনা ভারতের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় হার। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ২০১০ সালে ৮ উইকেট ও ২০৯ বল বাকি থাকতে হেরেছিল ভারত। ২০১২ সালে শ্রীলঙ্কার বিপক্ষেই ৯ উইকেট ও ১৮১ বল বাকি থাকতে হেরেছিল ভারত।

রানের দিক দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষেই সবচেয়ে বড় হার ভারতের। শারজায় লঙ্কানদের কাছে ২৪৫ রানে হেরেছিল তারা। ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১৪ রানে হেরেছিল ভারত। এছাড়া ২০০৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০৮ রানের বড় ব্যবধানে হেরেছিল ভারত।