কবি রজনীকান্ত স্মৃতি সংসদ পাঠাগার ও কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র ভবনের উদ্বোধন

এম.এ মুছা, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সেনভাঙ্গাবাড়ীতে কবি রজনীকান্ত স্মৃতি সংসদ পাঠাগার কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র ভবনের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সকালে বেলকুচি উপজেলার সেনভাঙ্গাবাড়ী বেলকুচি উপজেলা প্রশাসনের আয়োজনে ও সেন-ভাঙ্গাবাড়ী কবি রজনীকান্ত স্মৃতি পাঠাগারের আয়োজনে কবি রজনীকান্ত স্মৃতি পাঠাগারের সভাপতি গাজী নেজমত আলী তালুকদার তোতার সভাপতিত্বে এ্যাড, কামরুল ইসলাম শান্তার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে রজনীকান্ত স্মৃতিসংসদ পাঠাগার কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র ভবনের উদ্বোধন ও সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রনালয়ের সচিব কবির বিন আনোয়ার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত জেলাপ্রশাসক (রাজস্ব) ইফতেখার উদ্দিন শামীম, বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওলিউজ্জামান, ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী খন্দকার ফজলুল হক ভাষানী, বেলকুচি প্রেস ক্লাবের সভাপতি আলহাজ গাজী সাইদুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন কবি রজনীকান্ত স্মৃতি পাঠাগারের পৃষ্টপোষক এ্যাড, ছানোয়ার হোসেন তালুকদার, বেলকুচি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম প্রমূখ। এসম কবি রজনীকান্ত সেনের ঐতিহ্য স্মৃতি চারণকে ধরে রাখার প্রয়াসে নির্মিতব্য ভবনের জন্য বিশ লক্ষ টাকার বরাদ্দ দেয়া হয়েছে এবং বেলকুচি উপজেলা প্রশাসন এ ব্যাপারে সর্বাত্মত সহযোগীতারজন্য আশ্বাস দেন।