কিশোরগঞ্জের ভৈরবে অর্ধশতাধিক সিএনজি, অটো রিক্সার চালক ও মালিকের জরিমানা

এম.এম রুহুল আমিন, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে অর্ধশতাধিক সিএনজি অটো রিক্সার চালক ও মালিকের জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

ড্রাইভিং লাইসেন্স ও সিএনজি অটোরিক্সার প্রয়োজনীয় কাগজ পত্র না থাকায় এবং বেপরোয়া গাড়ী চালানোসহ নানা অভিযোগে ভৈরবে অর্ধ শতাধিক সিএনজি অটোরিক্সা চালক ও মালিকদের জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়াও ভবিষ্যতেও এসব বিষয়ে প্রশাসন সজাগ থাকবে বলে চালক ও মালিকদের সতর্ক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত অর্ধশত সিএনজি অটোরিকসা আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমিন, চালক ও মালিকদের জরিমানা ও সতর্ক করে দেন।

এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আনিসুজ্জামান ও কিশোরগঞ্জ জেলার বিআরটি এর পরিদর্শক সাজেদুল ইসলামসহ পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।