কিশোরগঞ্জের হাওরের কৃষক ব্যস্ত বোরো আবাদে

এম.এম রুহুল আমিন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ কিশোরগঞ্জ জেলার হাওরের কৃষকরা বোরো ধান রোপনে ব্যস্ত হয়ে পড়েছেন।

জেলার অবারিত মাঠজোড়া কলের লাঙ্গল, মেশিন থেকে পানি সরবরাহের শব্দ, বীজতলা থেকে চারা উত্তোলন এবং তৈরি জমিতে সেই চারা রোপনের কাজ চলছে।

এই শব্দের সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে কৃষকের হাঁকডাক আর গানের শব্দ। মাঠে মাঠে যেন সৃষ্টি হয়েছে এক উৎসব মুখর পরিবেশ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, জেলার ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম এবং নিকলী এচারটি উপজেলা সম্পৃর্ণ হাওর অধ্যুষিত। হাওর অধ্যুষিত এ চার উপজেলার মধ্যে চলতি মৌসুমে ইটনায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, ২৬ হাজার ৭৮৫ হেক্টর।

মিঠামইনে বোরো আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, ১৫ হাজার ৭০০ হেক্টর। অষ্টগ্রামে বোরো আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, ২৩ হাজার ৬৬৫ হেক্টর। এছাড়া নিকলীতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, ১৪ হাজার ৯৬০ হেক্টর।

সূত্র জানায়, জেলার ১৩টি উপজেলার সবক’টিতেই বোরো আবাদ হলেও ভ’-প্রাকৃতিক কারণে হাওর অধ্যুষিত ইটনা, মিটামইন, অষ্টগ্রাম এবং নিকলী উপজেলায় সর্বাধিক পরিমাণ বোরো ধান উৎপাদিত হয়।