কিশোরগঞ্জে ইটভাটাসহ পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা

এম.এম রুহুল আমিন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ ভেজাল বিরোধী অভিযানে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ইটভাটাসহ পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলা সদরে এ অভিযান পরিচালনা করেন কিশোরগঞ্জ অধিদপ্তরের কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেন।

সহকারী পরিচালক জানান, অভিযানে ইট তৈরিতে পরিমাপে কারচুপির দায়ে মেসার্স ভ্যানগার্ড সিন্ডিকেট লিমিটেডকে ৪০ হাজার ও মারুয়া ব্রিকস সাপ্লাইকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও মেয়াদোত্তীর্ণ কোল্ড-ড্রিংকস বিক্রির অপরাধে সাদেক স্টোরকে ২ হাজার, ভাই ভাই সুপার শপকে ২ হাজার এবং সুবির স্টোরকে ১ হাজার টাকাসহ সর্বমোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে জব্দকৃত মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস করা হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।