কিশোরগঞ্জে নরসুন্দা নদীর তীরে গড়ে তোলা হকার্স মার্কেট উচ্ছেদ

আবু হানিফ, কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ আজ বিকালে কিশোরগঞ্জ শহরের গৌরাঙ্গ বাজার এলাকায় নরসুন্দা নদীর তীরে জনসাধারণের জন্য উন্মুক্ত সরকারী জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা হকার্স মার্কেট উচ্ছেদ করা হয়।

জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো: সারওয়ার মুর্শেদ চৌধুরীর নির্দেশ মোতাবেক এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন এসি (ল্যান্ড) সদর জনাব মো: আবুল হাসেম ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো: নাজির হোসেন। সরকারী জমি দখল করে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদের এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে কিশোরগঞ্জ কালেক্টরেটের রেভিনিউ ডেপুটি কালেক্টর মোঃ নাজির হোসেন, পৌর ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সেলিনা ইয়াসমিন এবং জেলা পুলিশের ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।

জায়গাটির পাশে পৌর শিশু পার্ক অবস্থিত। শিশু পার্কের মূল ফটকের সামনে নরসুন্দা নদীর পাড়ে এসব অবৈধ দোকান ও স্থাপনার কারণে শিশু পার্কটি চালু করা যাচ্ছে না।

এ জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়ে আমরা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি।