কুমিল্লার বিপক্ষে ঢাকার বাঁচা-মরার লড়াই

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে ঢাকার দুই পর্ব, সিলেট ও চট্টগ্রাম পর্ব এরই মধ্যে শেষ হয়েছে। আগামীকাল শুক্রবার (১ ফেব্রুয়ারি) থেকে আবারো ঢাকা পর্ব শুরু হবে এবং মেগা ফাইনাল দিয়ে শেষ হবে এবারের বিপিএল।

আগামীকাল মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডায়নামাইটস। বাংলাদেশ সময় দুপুর দুইটায় ম্যাচটি শুরু হবে। এরই মধ্যে বিপিএলের প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগং ভাইকিংস।

অন্যদিকে প্লে-অফে নিশ্চিত করতে মাঠে নামবে ঢাকা। ১০ ম্যাচ খেলে ৫টিতে জয় নিয়ে পঞ্চম স্থানে আছে ঢাকা। রাজশাহী ১২ ম্যাচ খেলে ৬টিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থস্থানে আছে। প্লে-অফ নিশ্চিত করতে চাইলে কুমিল্লার বিপক্ষে ম্যাচটি জিততে হবে ঢাকার।

কুমিল্লাকে হারাতে পারলে রাজশাহীর সমান পয়েন্ট হবে ঢাকার। তবে ঢাকা শেষ ম্যাচে হারলে সেক্ষেত্রে রাজশাহীর সঙ্গে রান রেটের বিচারে যে এগিয়ে থাকবে সেই দল শীর্ষ চারে উঠে যাবে।