কুড়িগ্রামে চর কৃষি ও বাণিজ্য মেলা সফল করতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

মো: জুয়েল রানা, কুড়িগ্রাম প্রতিনিধি: (১৯ জানুয়ারি) “সমৃদ্ধ চর, উন্নত দেশ” এই স্লোগানে চর কৃষি ও বাণিজ্য মেলাকে সফল করতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারী উন্নয়ন সংস্থা মহিদেব ও সুইসকন্ট্যাক্ট এমফোরসি আয়োজনে শনিবার দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন ইন্টারভেনশন এরিয়া ম্যানেজার উৎপল কুমার দত্ত, ইন্টারভেনশন কো-অর্ডিনেটর আনোয়ারুল ইসলাম, ফুলস্টপসলিউশনস লিমিটেডের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো: রকিবুল হাসন, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবীব নিলু প্রমুখ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চরের মানুষের জীবন যাত্রার সার্বিক মানোন্নয়ন এবং বিভিন্ন কৃষি পণ্য ও প্রযুক্তি শিল্প প্রতিষ্ঠানের সাথে চরের বাজারের ব্যবসায়ীক সম্ভাবনা তুলে ধরার জন্য এই মেলার মুল আয়োজন করা হয়েছে।

আগামী ২১ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত কুড়িগ্রামসদর উপজেলার যাত্রাপুরে এ মেলা অনুষ্ঠিত হবে। মেলা সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সর্ব সাধারণের জন্য উন্মুক্ত থাকবে।