কেনো বাদ পড়ছেন জানতে চান ইমরুল

ইমরুল কায়েসের অধীনে সোমবার ২৮ জানুয়ারি খুলনা টাইটান্সকে ৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শীর্ষে ওঠে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এদিকে অধিনায়ক ইমরুল কায়েস করেছেন ৩৯ রান। এদিকে গত ১০ বছর ধরে জাতীয় দলে আসা-যাওয়ার ওপর রয়েছে। এমনও হয়েছে, পুরো সিরিজ ভালো খেলেও পরের সিরিজে সুযোগ পাননি তিনি।

এদিকে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জয় নিয়ে কথা বলার পাশাপাশি বললেন নিজের ক্যারিয়ারের ব্যাপারেও। এ সময় ইমরুল কায়েস বলেন, ‘এভিন লুইসের ইনিংসটা অবিশ্বাস্য। এটা টিমের গতি ফেরাতে খুবই দরকার ছিল। ইনজুরি নিয়ে খেলেও লুইস দলকে জিতিয়েছে। যে কোনো সময় এরকম ইনিংস খেললে বোলারদের জন্য কঠিন হয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘যখন অধিনায়কত্ব করি, তখন নিজের চেয়ে দলকে গুরুত্ব দিতে হয়। সব সময় টিমের প্রয়োজনে খেলি। এ ম্যাচে পর পর দুটি উইকেট পড়ে যখন চাপে পড়ে গেলাম, রানের গতি কমে গিয়েছিল। তখন কয়েকটা বল খেলে ফিফটি করতে পারতাম। কিন্তু সেটা না করে লুইসকে স্ট্রাইক দিয়েছি। কারণ সে ওভারে ২ থেকে ৩ টা বাউন্ডারি মারছিল।’

এদিকে ভালো খেলেও অনেক সময় বাদ পড়েন তিনি। কিন্তু এখনো জানেন না কারণগুলো। ইমরুল বলেন, ‘অনেক সময় ভালো খেলেও জায়গা হারাই। হয়তো টিম কম্বিনেশনের জন্য সেটা হয়। কিন্তু কখনো আমাকে এসব বিষয়ে জানানো হয়নি।’

ইমরুল বলেন, ‘১০ বছর ধরে আসা-যাওয়ার ওপর খেলছি। এটাতে আমি অভ্যস্ত হয়ে গেছি। তবুও যখন সুযোগ পাই, সরোচ্চটা দেওয়ার চেষ্টা করি। তবে বাদ পড়ার কারণ জানলে হয়তো সেটি নিয়ে কাজ করা যেতো।’ এর আগে ব্যাট করতে নেমে ২৩৭ রানের পাহাড় গড়ে কুমিল্লা। জবাবে খুলনার ইনিংস থেমে যায় ১৫৭ রানে।