কেন্দুয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৯ ধূমপায়ীকে অর্থদণ্ড

হুমায়ূন কবির, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার কেন্দুয়ায় প্রকাশ্যে ধূমপান করার অপরাধে ৯ জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযুক্তদের এ অর্থদণ্ড দেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাহী হাকিম ও কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-ইমরান রুহুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালান। এ সময় জনসম্মূখে প্রকাশ্যে ধূমপান করার অপরাধে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনে’ ৯ ধূমপায়ীকে আটক করে তাঁদের প্রক্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড দেন।

পরে দণ্ডিতরা অর্থদণ্ডের ৪৫০ টাকা পরিশোধ করে ছাড়া পায়। ধূমপায়ীদের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে আদালত সূত্রেজানা গেছে।