কেশবপুরের সাগরদাঁড়িতে মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

আজিজুর রহমান / সোহানা ফেরদৌস সুইটি, কেশবপুর: কেশবপুরের সাগরদাঁড়িতে মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে বুধবার বিকালে বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে কেশবপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শহরের শহীদ মুক্তিযোদ্ধা দৌলত বিশ্বাস চত্ত্বরে মানববন্ধনে বক্তৃতা করেন, মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন, সাহিত্যিক সুহৃদ সরকার, স্বেচ্ছাসেবী সংস্থা ওয়ার্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমল আলী, সিপিবির সাধারণ সম্পাদক মফিজুর রহমান নান্নু, মনোজ ধীরাজ একাডেমির পরিচালক এম এ হালিম, খেলাঘর আসরের জাতীয় পরিষদের সদস্য আব্দুল মজিদ, চারুপীঠ আর্ট স্কুলের পরিচালক উৎপল দে, কণ্ঠস্বর সঙ্গীত বিদ্যায়তনের পরিচালক উজ্জ্বল ব্যানার্জী প্রমুখ।

তাঁরা সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের নামে মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন। মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির সদস্য সচিব কবি খসরু পারভেজ জানান, সাগরদাঁড়িতে মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবিতে মঙ্গলবার যশোর জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। তাছাড়া আগামী সপ্তাহ ব্যাপী মধুমেলায় আগত প্রধান অতিথিকে স্মারকলিপি দেওয়া হবে।