কেশবপুরে জুয়েলারী ব্যবসায়ী সুশীল চেীধুরীর মৃত্যু

আজিজুর রহমান / সোহানা ফেরদৌস সুইটি, কেশবপুর: কেশবপুরে সুফল জুয়েলার্স এর মালিক প্রবীন স্বর্ণ ব্যবসায়ী সুশীল চেীধুরী (৮৩) উপজেলার রাজনগর বাঁকাবর্শী গ্রামে নিজ বাসভবনে মৃত্য বরণ করেছেন।

মৃত্যুকালে পাঁচ ছেলেও তিন কন্যা সহ অসংখ্যা গুনাগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে কেশবপুর জুয়েলারী মালিক সমিতি সকল জুয়েলারী দোকান ও কারখানা অর্ধদিবস বন্ধ রেখে ছিলো।

শনিবার বিকালে পাজিঁয়া ইউনিয়নের রামভদ্রপুর শশ্নানে তার শেষ কৃত্যসম্পন্ন হয়েছে।

সশ্রদ্ধ অন্তিম শ্রদ্ধাজ্ঞলী জানান কেশবপুর জুয়েলারী মালিক সমিতির সভাপতি শ্যামল সেন, শেখ আরিফুর ইসলাম বাবু, মনোরজ্ঞন দে মনু, গেীতম কর্মকার, তিতাস দে, মিলন দে, রনজিৎ পাল, আশীষ দে, সজ্ঞয় চেীধুরী সহ ব্যবসায়ীবৃন্দ।

এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পাজিঁয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দীন, কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান, নির্বাহী সদস্য আজিজুর রহমান, কেশবপুর কেন্দ্রীয় কালী মন্দির পরিচালনা পরিষদের নির্বাহী সদস্য উৎপল দে, স্বস্তি পরিষদের সভাপতি মাষ্টার প্রবীর দত্ত।