খাগড়াছড়িতে উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনায় সাবেক ছাত্রনেতা বিশ্বজিত

আল-মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংরক্ষিত নারী আসনে নির্বাচনের উৎসের আমেজের পর এবার উৎসবের হাওয়া বইতে শুরু করেছে উপজেলা পরিষদ নির্বাচনের।

খাগড়াছড়ি সদর উপজেলায় নির্বাচনে নৌকার প্রতীকে মনোনয়ন চান সাবেক ছাত্রনেতা, সাবেক খাগড়াছড়ি সরকারী কলেজ ছাত্রসংগ্রাম পরিষদের নেতা বিশ্বজিত রায় দাশ।

উপজেলা পরিষদ নির্বাচনে খাগড়াছড়ি সদর উপজেলায় চেয়ারম্যান হিসেবে নৌকার মনোনয়ন প্রত্যাশী বিশ্বজিত রায় দাশ, এ উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বের সুযোগ পেলে সদর উপজেলার উন্নয়ন, সাধারণ মানুষের জন কল্যাণে কাজ করাসহ স্থানীয়দের ভাগ্যোন্নয়নে কাজ করার কথা জানান।

স্থানীয়দের দাবী, শিক্ষিত-যোগ্য এবং এ উপজেলাকে ডিজিটাল উপজেলায় রূপান্তরিত করে স্থানীয়দের প্রত্যাশা পুরণে যে উন্নয়ন, অগ্রযাত্রায় কাজ করবে তাকেই উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় উপজেলাবাসী।

শিক্ষিত যুবক বিশ্বজিত রায় দাশ, খাগড়াছড়ি শিক্ষা ক্ষেত্রকে এগিয়ে নিতে বিভিন্ন আন্দোলনেও অংশ নেয়। তার মধ্যে খাগড়াছড়ি সরকারী কলেজে বিএসসি (পাস) কোর্স, অনার্স কোর্স চালুর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় কলেজে রূপান্তরসহ ৬ দফা দাবী আদায়, ২০০১ সালে মার্চে তৎকালীন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের মন্ত্রী কল্পরঞ্জন চাকমা আন্দোলনের মূখে ৬ দফা মেনে নেওয়ার ঘোষনা দেন। তারই ধারাবাহিকতায় ২০০৩-০৪ অনার্স কোর্স চালু হয়।

তিনি ১৯৯৮-২০০৯ খাগড়াছড়ি সরকারী কলেজ শাখার সভাপতি, ২০০৫-০৯ সাল পর্যন্ত খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা সনাতন ছাত্র যুবপরিষদের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন বলে তিনি জানান।

বর্তমানে তিনি, চট্টগ্রাম মহানগর বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ সিনিয়র যুগ্মসম্পাদক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি জেলা ইউনিটের আজীবনসদস্য, খাগড়াছড়ি বাজার ব্যবসায়ী সমিতির আজীবন সদস্য, খাগড়াছড়ি চেম্বার অবকমার্স ও সনাতন সমাজ কল্যাণ পরিষদ এর খাগড়াছড়ি সদর উপজেলা শাখার সদস্যের দায়িত্ব পালন করছেন।