গরীব-মেধাবী স্কুল পুড়ুয়া মেয়েদের মধ্যে লটারির মাধ্যমে শিক্ষা উপকরন বিতরণ

ফারুক হাসান কাহার, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নে দূর্গাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার দুপুরে ইউনিয়নের ৫টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে লটারির মাধ্যমে মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের উদ্যোগে গরীব ও মেধাবী স্কুল পুড়ুয়া মেয়েদের মধ্যে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

উৎসব মূখর পরিবেশের মধ্যে দিয়ে দূর্গাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডিজিটাল ভিশন বিদ্যালয়, তালগাছী হাই স্কুল, সরিষাকোল উচ্চ বিদ্যালয়, মশিপুর সরিষাকোল ফাজিল মাদরাসা প্রায় সহস্রারাধিক শিক্ষার্থীদের নিয়ে বিনামূল্যে এক লটারি খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, জেলা পরিষদের সদস্য ইকবাল হোসেন নয়নের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দূর্গাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারেক, বায়জিদ বোস্তামি, মাসুদ রানা, শিক্ষক পুলক সরকার, সাংবাদিক সাগর বসাক।

শেষে এক লটারি খেলা অনুষ্ঠিত হয়। লটারি খেলায় প্রথম পুরুষ্কার পান ডিজিটালভিশন বিদ্যা নিকেতনের ৭ম শ্রেণীর ছাত্রী সাদিয়া পারভীন। এছাড়াও দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পর্যায়ের পুরুষ্কার হিসেবে প্রায় শতাধিক রকম শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।