গাইবান্ধায় ২৫ জানুয়ারি সপ্তাহব্যাপী নাট্য উৎসব শুরু

আশরাফুল ইসলাম, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ ইন্সটিটিউট অব কালচার অ্যান্ড এডুকেশন-আইস গাইবান্ধার আয়োজনে সপ্তাহব্যাপী নাট্য উৎসব শুরু হচ্ছে।

২৫ জানুয়ারি সকালে গাইবান্ধা পৌরপার্কের শহীদ মিনারে এই নাট্য উৎসবের উদ্বোধন করবেন গাইবান্ধা সদর আসনের এমপি মাহাবুব আরা বেগম গিনি। আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক বিশিষ্ট নাট্যকর্মী মোহাম্মদ আমিন জানান, নাট্য উৎসবকে ঘিরে স্থানীয় নাট্যকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা শুরু হয়েছে।

তিনি আরও জানান, উত্তরাঞ্চলের রংপুর বিভাগের ১০টি নাট্যদল উৎসবে অংশ নিচ্ছে। আগামী ২৫ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত শহীদ মিনারে স্থানীয় মেঘদূত, সারথি থিয়েটার, আইস, মানবাধিকার নাট্য পরিষদ, স্পন্দন ও ফ্রেন্ডশিপ চর থিয়েটার নাট্য উৎসবে অংশ নেবে। এরপর ২৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত পঞ্চগড়ের ভূমিজ ও রংপুর নাট্যকেন্দ্র এই নাট্য উৎসবে নাটক পরিবেশন করবে।

এছাড়াও নাট্য কর্মশালাও সংস্কৃতি কর্মীদের মিলন মেলা অনুষ্ঠিত হবে।