গাইবান্ধা সরকারি কলেজে রক্তদান কর্মসূচী

আশরাফুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা সরকারি কলেজে রোববার বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, হেপাটাইটিস বি, এইচআইভি ভাইরাস পরীক্ষা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সন্ধানী ডোনার ক্লাব, গাইবান্ধা এই কর্মসূচির আয়োজন করে। আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এসব কর্মসূচি চলবে।

কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি গাইবান্ধা সরকারি কলেজের গণিত বিভাগের প্রধান আব্দুর রউফ খান।

এ সময় উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এস.এম আসাদুল ইসলাম, সন্ধানী ডোনার ক্লাবের উপদেষ্টা নাহিদ হাসান চৌধুরী রিয়াদ, সাধারণ সম্পাদক নয়ন চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম, সদস্য সাব্বির রহমান, মিলাত হোসেন, দীপ মীম প্রমুখ।

উলেখ্য, বিনামুল্যে ১৫০ জন শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয়, ১০০ জনের হেপাটাইটিস-বি ও ১০০ জনের এইচআইভি ভাইরাস পরীক্ষা করা হয়। এছাড়া স্বেচ্ছায় রক্তদান করেন চারজন ও সদস্য ফরম বিতরণ করা হয় ১৫টি।