গাইবান্ধা ৩ আসনের প্রার্থীরা প্রচার প্রচারণা শেষ করে ঘরে ফিরেছেন, এখন ফলাফলে অপেক্ষার প্রহর

আশরাফুল ইসলাম, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিতকৃত আসন গাইবান্ধা ৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী)আসনে নির্বাচনী প্রচার প্রচারণা শেষ দিনে প্রার্থীদের নির্বাচনী প্রচার প্রচারণা মধ্যদিয়ে ব্যস্ত সময় পার করেছেন প্রতিদ্বন্দিরা প্রার্থীরা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিতকৃত আসন গাইবান্ধা ৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী)আসনে দুটি উপজেলা ২০ টি ইউনিয়নে মোট ভোটার ৪ লক্ষ ১১ হাজার ৮ শত ৪১ জন এর মধ্যেনারী ভোটার ২ লক্ষ ১১ হাজার ১ শত ২ জন ও ২ লক্ষ ৭ শত ৩৯ জন পুরুষ ভোটার রয়েছেন।

এ আসটিতে ৬ বার জাতীয় পার্টি, ২ বার আওয়ামীলীগ ও একবার বিএনপি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়। আসনটি জাতীয় পার্টি দূর্গ হিসাবে পরিচিত হলে বর্তমান সময়ে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ শক্তিশালী অবস্থান রয়েছে। আসনটিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ, জাতীয়পার্টি, জাসদ, ন্যাশনাল পিপলস পার্টি সহ একজন স্বতন্ত্র প্রার্থীমোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

তারা হলেন-আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. মো. ইউনুস আলী সরকার নৌকা, জাতীয়পার্টি (এ) দিলারা খন্দকার শিল্পীকে লাঙ্গল, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) এস এম খাদেমুল ইসলাম খুদিকে মশাল, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মিজানুর রহমান তিতু আম ও স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মো. জাহিদ নিউ সিংহ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন।

আজ ২৪ জানুয়ারী নির্বাচনের প্রচার প্রচারণার শেষ দিনে সকল প্রার্থীগণ নিজ নিজ অবস্থান থেকে দিন ব্যাপী প্রচার প্রচারনা করেছেন। সাধারণ ভোটারা এলাকার উন্নয়নের স্বার্থে ভোট দিবেন কোন প্রলোভনে ভুলবেন না। সাধারণ ভোটাররা মনে করেন সকল মানুষ এখন সচেতন কারো কোন মিথ্যাচার বা অপপ্রচারে কেউ ভুলবেনা যোগ্য প্রার্থীকে আবারো বিজয়ী করে একাদশ সংসদে পাঠিয়ে দিবে।

স্বতন্ত্র প্রাথী আবু জাফর জাহিদ নিউ সিংহ প্রতিকে শত ভাগ বিজয়ী হওয়ার আশা ব্যক্ত করে বলেন ,ভোট গ্রহনের দিন সকাল সকাল সকল ভোটাদের ভোট কেন্দে গিয়ে ভোট দিতে হতে হবে।

এদিকে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী ডাঃ মোঃ ইউনুস আলী সরকার বলেন আগামী ২৭ তারিখ ভোট প্রদানের মাধ্যমে এলাকার মানুষ আবারো প্রমাণ দিবে বিগত দিনেএই সরকারের সময়ে এই এলাকায় উন্নয়ন হয়েছে।

উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা আবারো বিপুল ভোটে নৌকা বিজয়ী হবে ও স্বতন্ত্র প্রাথী আবু জাফর জাহিদ নিউ সিংহ প্রতিকে শত ভাগ বিজয়ী হওয়ার আশা ব্যক্ত করে বলেন, ভোট গ্রহনের দিন সকাল সকাল সকল ভোটাদের ভোট কেন্দে গিয়ে ভোট দিতে হতে হবে।