গাইবান্ধা ৩ আসনে নৌকা মার্কায়ভোট প্রার্থনা করে গণসংযোগ

আশরাফুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধিঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্থগিতকৃত ৩১, গাইবান্ধা-০৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. মো. ইউনুস আলী সরকার নির্বাচনী গণসংযোগ করেছেন।

আসনটির দুই উপজেলার দলীয় নেতাকর্মীদের সাথে আজ ২১ জানুয়ারী সোমবার সকাল হতে শুরু করে দিনব্যাপী বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে পলাশবাড়ী উপজেলার সদরের ব্রাক মোড়, আমবাড়ী গ্রামে ও কিশোরগাড়ী ও হোসেনপুর ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার, ব্যবসা-প্রতিষ্ঠান, হাট-বাজার গ্রামাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টে সর্বস্তরের ভোটার নারী পুরুষদের নিকট নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।

এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর প্রধান, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সহ সভাপতি শহিদুল ইসলাম বাদশা, এনামুল হক মকবুল, রেজানুর রহমান ডিপটি, গাইবান্ধা জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাবু।

গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সোবাহান বিচ্চু, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, ইউপি চেয়ারম্যান শাহ আলম সরকার ছোট বাবা, তৌফিকুল আমিন মন্ডল টিটু, হাবিবুর রহমান ইসলাম, সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা, আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম, সাজু মিয়া, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্ত, সাংগঠনিক সম্পাদক সরোয়ার কবির মজনু, যুবলীগ নেতা আসাদুজ্জামান শেখ ফরিদ, জাতীয়পার্টি নেতাদের মধ্যে উপজেলা পরিষদ সাবেক ভাইস-চেয়ারম্যান আলমগীর মন্ডল, জাপা নেতা আতোয়ার রহমান, শাহিন মিয়া সহ আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নৌকা মার্কায় প্রার্থনা করে এ গণসংযোগ অংশ গ্রহন করেন।

আগামী ২৭ জানুয়ারী আসনটি নির্বাচনের ভোট গ্রহন করবে নির্বাচন কমিশন।