গোপালপুরে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড

মো. নূর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ৪০ তম, তিন দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত।

(২২ জানুয়ারি) গতকাল মঙ্গলবার বিকেল ৬ ঘটিকার সময় স্থানীয় হোসেন শহীদ সরোয়ারদী স্কুল মাঠে মেলার উদ্বোধোনী অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালপুর ও ভুয়াপুরের নবনির্বাচিত এমপি তানভীর হাসান (ছোট মনি)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহি অফিসার বিকাশ বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ হাসান আল মামুন ,উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার (ঠান্ডু), উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম (সুরুজ), ধোপাকান্দি ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হাই, আলম নগর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মোমেন, হেমনগর ইউনিয়নের চেয়ারম্যান রওশন খান আইয়ুব, সাবেক বি আর ডিবির চেয়ারম্যান মীর রেজাউল হক, গোপালপুর শহর আওয়ামী লীগের সভাপতি এসএম রফিকুল ইসলাম রফিক।

আরো উপস্থিত ছিলেন উপজেলার অন্যান্ন অফিসের কর্মকর্তাবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে শেষে মেলা সকল স্টল পরিদর্শন করেন।