চট্টগ্রামে চলছে তামিম-লুইসের ঝড়

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ সোমবার (২৮ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে মুখোমুখি খুলনা টাইটানস ও কুমিল্লা ভিক্টোরিয়ানস। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ০১টা ৩০ মিনিটে শুরু হয় ম্যাচটি। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে খুলনা টাইটানস।

টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালোই করে কুমিল্লা। দুই ওপেনার তামিম ইকবাল ও এভিন লুইস খুলনার বোলাদের বেশ ভালো ভাবেই মোকাবেলা করে। দু’জনেই ছয়-চারের প্রথম ছয় ওভারকে কাজে লাগিয়েছেন। তামিম ২৮ বলে ২৫ । লুইস ১৪ বলে ২৭।

এ রিপোর্ট লেখা পর্যন্ত কুমিল্লা ভিক্টোরিয়ানসের সংগ্রহ ৭ ওভারে কোন উইকেট না হারিয়ে ৫৭ রান।

দুই দলেন একাদশ:

খুলনা টাইটান্স একাদশ: ব্রেন্ডন টেলর, ডেভিড মালান, জুনায়েদ সিদ্দিকী, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আরিফুল হক, কার্লোস ব্রেথওয়েট, ডেভিড উইজ, তাইজুল ইসলাম, সাদ্দাম হসেন, শরিফুল ইসলাম।

কুমিল্লা ভিক্টোরিয়ানস একাদশ: তামিম ইকবাল, এনামুল হক (উইকেটরক্ষক), ইমরুল কায়েস (অধিনায়ক), সামসুর রহমান, এভিন লুইস, শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা, মেহেদি হাসান, মোহাম্মদ শহিদ, মোহাম্মদ সাইফউদ্দীন ও ওহাব রিয়াজ।