ছক্কায় এগিয়ে পুরান, তালিকার শীর্ষে যারা

এবারের বিপিএলে ৩২টি ম্যাচ শেষ হয়েছে। আর এই সময়ে সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন সিলেট সিক্সার্সের বিদেশি তারকা নিকোলাস পুরান। ১০ ম্যাচে ২২টি ছক্কা মেরেছেন তিনি।

দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা মেরেছেন রাইলি রুশো। ৯ ম্যাচে ২০টি ছক্কা মেরেছেন রংপুরের এই দানবীয় তারকা। তৃতীয় সর্বোচ্চ ১৭টি ছক্কা মেরেছেন ঢাকা ডায়নামাইটসের অলরাউন্ডার আন্দ্রে রাসেল।

চতুর্থ সর্বোচ্চ ছক্কা ভাইকিংস তারকা মোহাম্মদ শেহজাদের। ৯ ম্যাচে ১৩টি ছক্কা মেরেছেন তিনি। সমান ১৩টি ছক্কা মেরেছেন ভাইকিংস অধিনায়ক মুশফিকুর রহীম।

এরপরই আছেন কুমিল্লার অলরাউন্ডার থিসারা পেরেরা। ১২টি ছক্কা মেরেছেন তিনি। সমান ১২টি ছক্কা মেরেছেন ঢাকার আফগান তারকা হযরত উল্লাহ জাজাই।

১১টি ছক্কা মেরেছেন রংপুরের আরেক তারকা আলেক্স হেলস। সমান ১১টি ছক্কা মেরেছেন ভাকিংসের দেশিয় তারকা ইয়াসির আলী।

এছাড়াও জুনায়েদ সিদ্দিক ১১টি, সাব্বির রহমান ১১টি, ফ্রাইলিঙ্ক ১০টি ছক্কা মারেন। ৯টি করে ছক্কা মারেন ডোসকাটে ও আফিফ হোসেন।