“জলঢাকায় অফিস চলাকালীন দেয়ালে কাপড় শুকানো, কক্ষে তালা ও বাহিরে জাতীয় পতাকা উড়ছে”

রবিউল ইসলাম রাজ, (জলঢাকা) নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় শৌলমারী ইউনিয়ন ভূমি অফিস নির্ধারিত সময়ে আগে বন্ধ করে কক্ষে তালা ঝুলিয়ে চলে যায় তহশীলদার। কিন্তু অফিস ভবনের দেয়ালে কাপড় শুকানো ও বাহিরে জাতীয় পতাকা উড়ছে।

সরেজমিনে ২১ জানুয়ারী দুপুর ২টা ৩০ মিনিটে উপস্থিত হয়ে দেখা যায়,অফিসের কক্ষে তালা ও দেয়ালে কাপড় শুকানো এবং বাহিরে জাতীয় পতাকা পতপত করে উড়ছে,যেন দেখার কেউ নাই। এসময় অফিসের কোন লোকজনের দেখা মেলেনি।

প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, তহশীলদার দুপুর ২টার মধ্যে অফিস ত্যাগ করে চলে যায়। তারা আরও বলেন, তহশীলদার এর ক্ষমতার দাপটে চলে অফিস। এরপর ৩টা ৪৫মিনিটে এক বৃদ্ধ অনেক কষ্টে জাতীয় পতাকা স্বযত্নে নামিয়ে জানালার ফাক দিয়ে কক্ষের ভীতরে রাখে।

এ সময় বৃদ্ধ লোকটি বলেন, পতাকা উঠা মানা মুই করোং, মোর এটেই বাড়ি। এ বিষয়ে তহশীলদারের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন, আমি হেড অফিস এসেছি, ওখানে পিয়ন আছে।