ঝিনাইদহে এক দিনের ব্যাবধানে কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-৩, আহত-৪

মোঃ জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে থামছে না সড়কে হত্যা, এক দিনের ব্যবধানেই ঝিনাইদহের কালীগঞ্জে পৃথক ৩টি স্থানে সড়কে দূর্ঘটনায় ৩ জন নিহত সহ ৪ জন আহত হয়েছে।

নিহতরা হলো উপজেলার পুকুরিয়া গ্রামের আলমসাধু চালক খায়রুল ইসলাম (২৭), শহরের বিশিষ্ট স্যানেটারী ব্যাবসায়ী সামসুজ্জামান রিকু (৩৫) ও কোটচাঁদপুর উপজেলার গুড়পাড়া গ্রামের আলী হোসেন (৪৫)। দূর্ঘটনায় পারভেজ হোসেন সহ ৪ জন আহত হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকাল ১০ টার দিকে শহরের নলডাঙ্গা সড়কের দরবেশ আলীর চাতালের সন্নিকটে একটি আলমসাধুর নসিমন (গাড়ি) উল্টে যায়। এতে আলমসাধুর চালক উপজেলার পুকুরিয়া গ্রামের নজরুল ইসলামের পুত্র খায়রুল ইসলাম ঘটনাস্থলে নিহত হয়।

আগের দিন মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের দুলালমুন্দিয়া ইটভাটার নিকট একটি ট্রাকের সাথে মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শহরের স্যানেটারী ব্যাবসায়ী সামসুজ্জামান রিকু ঘটনাস্থলেই নিহত হয়। সে কালীগঞ্জ পৌরসভাধীন আড়পাড়ার মসলেম উদ্দীন হাজীর ছেলে।

অপরটি বেলা ১১ টার দিকে কালীগঞ্জে মাহমুদপুর বটতলায় মটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে আলী হোসেন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়। সে কোটচাঁদপুরের এলাঙ্গী ইউনিয়নের গুড়পাড়া গ্রামের মজো উদ্দিনের পুত্র।

২৪ ঘন্টার ব্যাবধানে সংঘটিত পৃথক ৩ টি সড়কের দূর্ঘটনায় পারভেজ হোসেনসহ আরো ৩ জন আহত হয়।

কালীগঞ্জ থানার অফিসার্স ইনচাজ ইউনুচ আলী পৃথক ৩টি দূর্ঘটনায় ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।