ঝিনাইদহে গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা

রামিম হাসান, ঝিনাইদহ প্রতিনিধি: আধুনিকতার এই যুগে অনেকটা হারিয়েই যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী-গরুর গাড়ি। দিন দিন কমে যাচ্ছে গরুর গাড়ির সংখ্যা। এই হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ধরে রাখতে এবং নতুন প্রজন্মকে জানান দিতে ঝিনাইদহের বেতাই গ্রামে অনুষ্ঠিত হলো এ আকর্ষণীয় গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা।

বিলুপ্ত প্রায় এ খেলাকে সবার সামনে তুলে ধরতেই এমন আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

বৃহস্পতিবার সকালে দুর-দুরান্ত থেকে ঝিনাইদহ সদর উপজেলার বেতাই গ্রামে আসতে থাকেন কু শত মানুষ। উদ্দেশ্য প্রতি বছরের মতো দেখবেন গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা।

যশোর, ঝিনাইদহ, মাগুরা, ও চুয়াডাঙ্গা থেকে বাছাই করা মোট ২০টি গরুর গাড়ি এই দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়। এ আয়োজনকে ঘিরে উৎসবের রূপ নেয় বেতাই গ্রামের বিশাল মাঠ। আর রোমাঞ্চকর এই প্রতিযোগিতা ঘিরে আনন্দ মেলা ছিলো বাড়তি আকর্ষণ।

গ্রাম বাংলার সহজ সরল মানুষকে আনন্দ দিতে আর পুরোনো ঐতিহ্য ধরে রাখতেই এ আয়োজন বলে জানালেন আয়োজক। তীব্র প্রতিদ্বন্ধিতা শেষে সবাইকে পেছনে ফেলে প্রথম হয় সদর উপজেলার বেতাই গ্রামের ডালিম কুমারের গরুর গাড়ি।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।