টাঙ্গাইলে উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী শতাধিক

হাফিজুর রহমান, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: জাতীয় নির্বাচনের রেশ কাটতে না কাটতেই উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা আসনে ভাইস চেয়ারম্যান প্রার্থীরা নিজ নিজ এলাকায় গণসংযোগ শুরু করেছেন।

টাঙ্গাইলের ১২টি উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করতে পোস্টার-ব্যানারের মাধ্যমে শতাধিক সম্ভাব্য প্রার্থী নিজেদের অবস্থান জানান দিচ্ছেন। ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা জেলা আওয়ামীলীগ সহ হাই কমান্ডে প্রতিনিয়ত লবিং করছেন।

অপরদিকে বিএনপিসহ অন্যান্য দলের প্রার্থীদের মাঠে এখন পর্যন্ত তেমন কোন সাড়া নেই। জেলায় এ পর্যন্ত শতাধিক প্রার্থী উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করতে প্রচারণা যাচ্ছেন।

আওয়ামীগের মনোনয়ন প্রার্থীরা জানায়, স্থানীয় সরকারের মধ্যে উপজেলা পরিষদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগের মতো বিশাল দলে একাধিক প্রার্থী থাকবে এটাই স্বাভাবিক। তবে যারা দীর্ঘদিনের ত্যাগী, পরীক্ষিত ও জনপ্রিয় ব্যক্তি তাদেরই উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং সংরক্ষিত মহিলা আসনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেয়া হবে, যাতে নির্বাচনে বিজয়ী হতে পারেন এবং জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে পারেন।

মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা জানায়, নারী অধীকার বাস্তবায়নের জন্য আমরা কাজ করবো। শেখ হাসিনার উন্নয়নের অংশীদার হতে চাই আমরা।