টেকনাফে শিল্পকলা একাডেমির সভা

মোহাম্মদ আমিন, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: টেকনাফ উপজেলা শিল্পকলা একাডেমির প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।

এতে ২১ ফেব্রুয়ারী আর্ন্তজাতিক ভাষা দিবসে শিল্পকলা একাডেমির আয়োজনে প্রভাত ফেরীর ব্যবস্থা, ১ ফেব্রুয়ারী থেকে টেকনাফ উপজেলা শিল্পকলা একাডেমিতে ছাত্র-ছাত্রী ভর্তি করে প্র্যাকটিস প্রদান, শিল্পকলা একাডেমিকে সকলের সহযোগীতায় সুন্দরভাবে সাজানোসহ বিভিন্ন বিষয়ে গুরুত্ব সহকারে আলোচনা এবং সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জানা যায়, ১৯ জানুয়ারী শনিবার সকাল ১০টায় এ সভা অনুষ্টিত হয়। প্রস্ততিমুলক এ আলোচনা সভায় উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক তোয়াক্কুল হোসেন, সদস্য উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুল আফসার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ এমদাদ হোসেন চৌধুরী, টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বশিরুল ইসলাম, এজাহার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সিঁদুল কান্তি দে, জালিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষ তরুণ বিকাশ দত্ত, বড় হাবিরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীলা সরকার প্রমুখ অংশ নেন।

এতে টেকনাফ উপজেলা শিল্পকলা একাডেমিকে আগামীতে সফলভাবে এগিয়ে নিতে বিভিন্ন বিষয় তুলে ধরে গুরুত্ব সহকারে আলোচনার পাশাপাশি ইউএনও মোঃ রবিউল হাসান কাজলের প্রচেষ্টায় শিল্পকলা একাডেমির দৃশ্যমান উন্নয়নে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।