টেকনাফ স্থলবন্দরে লক্ষ্যমাত্রার চেয়ে ৮৫লাখ ৭৮হাজার টাকার রাজস্ব আদায়

মোহাম্মদ আমিন, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সনাজার টেকনাফে সীমান্ত বাণিজ্যে ২০১৮-২০১৯ অর্থ বছরের ডিসেম্বর মাসে লক্ষ্যমাত্রার চেয়ে ৮৫লাখ ৭৮হাজার টাকার রাজস্ব আদায় হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায়ের পাশাপাশি পণ্য আমদানিও বৃদ্ধি পেয়েছে।

টেকনাফ স্থলবন্দর শুল্ক কর্মকর্তা শংকর কুমার দাশ বলেন, ডিসেম্বর মাসে ১৪কোটি ১২লাখ ৭৮হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে। তবে লক্ষ্যমাত্রা ছিল ১৩কোটি ২৭লাখ টাকা। এছাড়া মায়ানমার থেকে আমদানি করা হয়েছে ৫৭কোটি ৬৮লাখ ৩৩হাজার টাকার পণ্য।

শংকর কুমার দাশ বলেন, ডিসেম্বর মাসে ১কোটি ৫৮লাখ ৩৩হাজার টাকার পণ্য মায়ানমারে রফতানি করা হয়েছে। এছাড়া শাহপরীর দ্বীপ করিডোর দিয়ে ৪হাজার ৯১৪টি গরু, ৯৮৯টি মহিষ আমদানি করা হয়েছে। পণ্য আমদানি এভাবে থাকলে সীমান্ত বানিজ্য আরো গতিশীল হবে।