ডেমরায় শিশু ধর্ষন ও হত্যাকারীর বিচারের দাবিতে মানববন্ধন

সালে আহমেদ, ডেমরা (ঢাকা) প্রতিনিধিঃ রাজধানীর ডেমরার কোনাপাড়ায় দুই শিশু ধর্ষনকারীর বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

৮ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ১১ টায় কোনাপাড়া বাসষ্টান্ডে এ বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়। মানববন্ধনে বিভিন্ন-স্কুল কলেজের শিক্ষার্থীরা, সামজিক ও রাজনৈতিক বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, গত ৭ জানুয়ারি (সোমবার) রাত ৯ টায় কোনাপাড়া শাহজালাল রোডের একটি ফ্লাট বাসা থেকে ফারিয়া আক্তার দোলা (৫) ও নুসরাত জাহান (৪) লাশ উদ্ধার করে ডেমরা থানা পুলিশ।

প্রাথমিক তদন্তে শিশু দুটির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। কোনাপাড়ার বাসিন্দা ও সমাজকর্মী বিএম তোফয়েল জানান, ধর্ষনকারীর সবোর্চ্চ শাস্তির আওতায় আনার জোর দাবি জানাই। শিশু ধর্ষনকারীর সঠিক বিচারের দাবি জানাই। আর কোনো মা -বোনের বুক যাঁতে খালি না হয়। সমাজের এসব নরপিশাচদের ফাসিঁ দিয়ে সমাজকে কলুষিতমুক্ত করা হউক।

এ ব্যাপারে ডেমরা থানার তদন্ত অফিসার জনাব সেলিম বলেন, আসামিকে যেহেতু আইনের আওতায় আনা হয় নি তাই কিছু বলা যাচ্ছে না। তবে ধারনা করা যাচ্ছে, মাদকাসক্তের কারনে এ হত্যাকান্ড।