তবু আশা ছাড়ছেন না মিরাজ

চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ষষ্ঠ আসরের খেলা। এদিকে দিন যতো গড়াচ্ছে ততোই জমে উঠছে বিপিএল। এদিকে আজ মঙ্গলবার ২৯ জানুয়ারি রংপুর রাইডার্সের কাছে হেরে রাজশাহী কিংসের ষষ্ঠ বিপিএলের স্বপ্ন বলতে গেলে শেষ হয়ে গিয়েছে। ১১টি ম্যাচ খেলে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল জয় পেয়েছে ৫টি ম্যাচে, হেরেছে বাকি ৬টিই।

এদিকে পয়েন্ট টেবিলে বর্তমানে দলটির অবস্থান পঞ্চম স্থানে। রাজশাহীর সমান ৫টি জয় নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে আছে ঢাকা ডায়নামাইটস, তবে দলটি খেলেছে মাত্র ৯টি ম্যাচ। ১০টি ম্যাচ খেলে চিটাগং ভাইকিংস জিতেছে ৬টি ম্যাচে। রাজশাহীকে শেষ চার নিশ্চিত করতে হলে তাই শেষ ম্যাচে নিজেদের জয়ের পাশাপাশি অনিষ্ট কামনা করতে হবে অন্য দলগুলোরও। তবে তাতেও সমীকরণ মেলার সম্ভাবনা যে খুব ক্ষীণ!

এদিকে ম্যাচ শেষে মিরাজ বলেন, ‘আমি মনে করি উইকেট ব্যাট করার জন্য ভালোই ছিল। গত কিছু ম্যাচে অনেকবার ২০০ রানেরও বেশি হয়েছে ইনিংসে। আজকে জিততে হলে আমাদের আরও ২০-৩০ রান বেশি করতে হতো।’ তবুও মিরাজের আশা, তার দল ঘুরে দাঁড়াবে পরের ম্যাচে। তিনি বললেন, ‘৬ ওভারে আমাদের বোলাররা ৪০ রান দিয়েছে। এটি কঠিন ছিল আশা করি পরের ম্যাচে আমরা ঘুরে দাঁড়াব।’

এ সময় ব্যাটসম্যানদের ব্যর্থতা নিয়ে মিরাজ বলেন, ‘আমাদের লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা ব্যাট হাতে ভালো করতে পারছে না। বিগত ম্যাচগুলোতে ক্রিশ্চিয়ান জঙ্কার ও রায়ান টেন ডেসকাটই শুধু কিছু রান পেয়েছে।’

এদিকে আগামীকাল বুধবার ৩০ জানুয়ারি লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে সিলেট সিক্সার্সের মুখোমুখি হবে রাজশাহী কিংস। শেষ চার ক্রমশ দূরে যেতে থাকলেও সব ভুল শুধরে এই ম্যাচে জয় চান মিরাজ। মিরাজ বলেন, ‘আমাদের যে একটি ম্যাচ বাকি আছে সেটি জিততেই হবে। ভুল শুধরানোর জন্য খুব বেশি সময় আমরা পাচ্ছি না।’