ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সহযোগতিায় খাগড়াছড়িতে কম্বল বিতরণ

দহেন ত্রিপুরা, খাগড়াছড়ি প্রতিনিধি: পানছড়ি উপজেলায় কংচাই পাড়ায় গ্রামে মায়াবিনী লেকে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণায়ল এর সহযোগিতায় খাগড়াচড়ি পার্বত্য জেলা প্রশাসন এর উদ্যোগে দরিদ্র, অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে মারমা যুব কল্যাণ সংঘের উপদেষ্টা ও মায়াবিনীর লেকে সভাপতি অংহ্লা প্রু মারমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপ-পরিচালক, স্থানীয় সরকার জনাব এ টি এম কাউছার হোসেন মহোদয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মোহাম্মদ আবুল হাশেম, নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নয়ন কুমার সাহা।

ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের কংচাইরী পাড়ার ৭নং ওয়ার্ডের সদস্য বাবু আম্রা মারমা, পাড়া উন্নয় কমিটির সভাপতি বাবু মংশি মারমা, পাড়ার কার্বারী আদু মারমা, এলাকার সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথি মহোদয় উপস্থিত থেকে গ্রামে দরিদ্র, অসহায় ও শীতার্তদের মাঝে ৬০টি কম্বল বিতরণ করেন।