দামুড়হুদায় দূর্নীতি, বাল্যবিবাহ, মাদক ও সন্ত্রাস বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

মিরাজুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার নাটুদাহ ইউনিয়ন পরিষদ চত্তরে (অস্থায়ী) দুপুরে মঙ্গলবার দামুড়হুদা উপজেলা প্রশাসন ও নাটুদাহ ইউনিয়ন পরিষদের যোথ আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসানের সভাপতিত্বে দূর্নীতি, বাল্যবিবাহ মুক্ত, মাদক ও সন্ত্রাস বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকুমার বিশ্বাস, নাটুদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আমজাদ হোসেন, নাটুদাহ ইউনিয়ন আ:লীগের ভারপ্রাপ্ত সভাপতি হামিদুল্লাহ বিশ্বাস, নাটুদাহ ইউনিয়ন আ:লীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম, আ:লীগ নেতা আব্দুল্লাহ, আ: মালেক, সহিদুল মাষ্টার, আ: হালিম, প্যানেল চেয়ারম্যান কমিলউদ্দীন, সদস্য আফতাব উদ্দীন, আ: কুদ্দস, আমজাদ, জসীম, সহিদুল ইসলাম, আ: খালেক, নাটুদাহ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি লিঁমন খাঁন, লিজন শেখ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়েে প্রধান শিক্ষক মনির হোসেন।