দামুড়হুদায় শত্রুতা মূলক প্রায় ৯ বিঘা জমির ফসল পুড়িয়ে দেবার অভিযোগ

মিরাজুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের বুইচিতলা গ্রামে পূর্ব শত্রুতার জেরে প্রায় ৯ বিঘা জমির ফলন্ত মুসুরি, ছোলা, খেসারী ফসল পুড়িয়ে দেবার অভিযোগ উঠেছে।

জানা গেছে, দামুড়হুদা উপজেলার বুইচিতলা গ্রামের মৃত আ: হামিদ গাইনের ছেলে আলী আহম্মদ গাইন, আ: রহিম গাইন, সামাদ গাইন, আ: রশিদ গাইন, হান্নান গাইন, এর বুইচিতলা রুপমহল মাঠ ও নতুনগ্রাম মুড়িতলা মাঠে প্রায় ৯ বিঘা জমিতে মুসুরি, খেসারি, ছোলা বোপন করা ছিল।

ফসলে ফুল এসেছে চোঁখ জুড়িয়ে যাবার মত। ঠিক সেই মুহুতে শত্রুতা মূলকভাবে পুরো জমির ফসল বিষ দিয়ে পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা। এই ৯ বিঘা জমি নিয়ে আ: হামিদ গাইনের ছেলেদের সাথে বজলুর গাইনের ছেলে মিজান গাইন, মৃত লালু গাইনের ছেলে রায়হান, আশাদুল, তৈমুর, আশাদুলের ছেলে পান্না, রায়হানের ছেলে আকাশদের সাথে আদালতে মামলা চলে আসছে।

এর পূর্বেও তারা প্রায় ৫ বার বিভিন্ন ফসল পুড়িয়ে দিয়েছে। সে গুলোর মামলাও বিজ্ঞ আদালতে চলমান। আবারো পুনরায় তারা এমন ন্যাক্কার জনক ঘটনা ঘটালো দাবী আ: হামিদের ছেলেদের।

বার বার ফসল পুড়িয়ে দেবার ঘটনায় মাঠের অনেক লোকজন জানান শত্রুতা আছে বলেই বারবার ফসলের সাথে এমন শক্রতা সত্যিই জঘন্য। এমন সুন্দর ফসল পুড়িয়ে দেওয়া দেখলে যে কারো চোখেই জল আসবে। বিষয়টি নিয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।