দ্রুত উইকেট হারিয়ে কঠিন বিপর্যয়ে ঢাকা

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে আজ বুধবার (৩০ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা ডায়নামাইটস ও চিটাগং ভাইকিংস। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন চিটাগংয়ের অধিনায়ক মুশফিকুর রহিম।

জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৪ রান করে চিটাগং। দলের হয়ে ডেলপোর্ট ৭১, মুশফিক ৪৩ রান করেন। ঢাকার হয়ে রাসেল ৩টি ও নারিন ২টি উইকেট শিকার করেছেন।

১৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ঢাকার। রানের খাতা না খুলেই রাহীর বলে শেহজাদের হাতে ধরা পড়ে ফেরেন নারিন। এরপর রাহীর বলে লেগ বিফোরের ফাঁদে পরে মাত্র ৬ রান করে ফেরেন রনি।

এরপর রান আউটের শিকার হয়ে ১১ রান করে ফেরেন মিজানুর। মিজানুরের পর ব্যাট হাতে দলের হাল ধরেন সাকিব-সোহান। তবে ব্যক্তিগত ৩৩ রানে ডেলপোর্টের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ফেরেন সোহান। এরপর রানের খাতা না খুলেই রান আউটের শিকার হয়ে ফেরেন পোলার্ড।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকার সংগ্রহ ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৭৩ রান।

ঢাকা ডায়নামাইটস একাদশ: সুনিল নারিন, রনি তালুকদার, সাকিব আল হাসান (অধিনায়ক), কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, মিজানুর রহমান, নুরুল হাসান সোহান, শুভাগত হোম, মাহমুদুল হাসান, অ্যান্ড্র বির্চ, রুবেল হোসেন।

চিটাগং ভাইকিংস একাদশ: মোহাম্মদ শেহজাদ, ইয়াসির আলী, ক্যামেরন ডেলপোর্ট, সিকান্দার রাজা, মুশফিকুর রহিম (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, নাঈম হাসান, খালেদ আহমেদ, দাসুন শানাকা, নাজমুল হোসেন মিলন, আবু জায়েদ রাহী।