নওগাঁয় স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সচেতনতামুলক কর্মসুচী উপলক্ষ্যে র‌্যালী

মাহমুদুন নবী বেলাল, নওগাঁ প্রতিনিধিঃ সুস্বাস্থ্য ও সুন্দর পরিবেশের জন্য হাঁটা-এই শ্লোগান নিয়ে নওগাঁ জেলাপ্রশাসনের উদ্যোগে স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সচেতনতামুলক কর্মসুচী উপলক্ষ্যে প্রতি শুক্রবারহাঁটার এবং সুস্বাস্থ্য ও সুন্দর পরিবেশের জন্য র‌্যালী বের করা হয়।

এদিন শহরের কেডির মোড় থেকে একটি বর্ন্যাঢ্য র‌্যালী বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।

প্রধান অতিথি হিসাবে র‌্যালীটির নেতৃত্ব দেন জেলা প্রশাসক মিজানুর রহমান। এ সময় জেলাপ্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী, নওগাঁর বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ প্রায় ৫ শতাধিক নারী পুরুষ অংশ নেয়।

হাঁটার সময় সুস্বাস্থ্য ও সুন্দর পরিবেশের জন্য শহরের ময়লা আবর্জনা পরিস্কার করেন এবং পরিস্কার পরিচ্ছন্নতার জন্য সকলকে উদ্ধুদ্ধ করেন তিনি। পরে র‌্যালী নিয়ে প্রধান অতিথি নওগাঁ মেডিকেল কলেজে গিয়ে ৫০ জন ছাত্র-ছাত্রী ও শিক্ষকদেরকে নিয়ে পরিস্কার পরিচ্ছন্নতার কাজ উদ্ধোধন করেন।

এ সময় কলেজের অধ্যক্ষ ডাঃ আব্দুল বারী ও সিভিলসার্জন ডাঃ মোমিনুল হক বক্তব্য রাখেন। তাদেরকে এই কাজে অংশ গ্রহন করার জন্য গোলাপ ফুল দিয়ে বরন করে নেন তিনি।