নায়ক রাজ্জাকের নামে মেট্রোরেল স্টেশনের নামকরণ করার দাবি শাকিবের

বাংলাদেশের কিংবদন্তি নায়করাজ রাজ্জাকে যেন দেশের মানুষ সারাজীবন মনে রাখেন সেজন্য তার নামে নির্মিতব্য মেট্রোরেলে একটি স্টেশনের নামকরণ করার দাবি জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রে তারই উত্তরসূরী তারকা অভিনেতা শাকিব খান।

গতকাল মঙ্গলবার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাকিব খান বলেন, ‘নায়করাজ রাজ্জাকের নামে রাজধানীতে নির্মাণাধীন মেট্রোরেলের কমপক্ষে একটি স্টেশনের নামকরণ হওয়া দরকার। তাছাড়া রাজধানীর গুরুত্বপূর্ণ কোনো স্থানে তার একটি স্ট্যাচু হওয়া দরকার। নায়করাজ রাজ্জাক এটা ডিজার্ভ করেন।’

এ সময় শাকিব খান আরও বলেন, ‘একটা সময় এদেশে উর্দু-ভিনদেশি ছবি চলতো। উত্তম কুমার, ওয়াহিদ মুরাদ, মোহাম্মদ আলীদের ছবি দেখতো দর্শক। তখন রাজ্জাক সাহেবের আর্বিভাব হয়। তার কারণেই মানুষ বাংলাদেশের ছবি দেখা শুরু করেছিল। রাজ্জাক সাবেহের ভক্ত হওয়া শুরু করলো, তখন বাংলা ছবি নিজের সংস্কৃতিতে চলতে শুরু করলো। সত্যি এ এক বিরাট অবদান।’

শাকিব খান বললেন, ‘টালিগঞ্জের উত্তম কুমারের নামে বড় করে তার ছবিসহ লেখা রয়েছে ‘উত্তম কুমার মেট্রো স্টেশন’। আমাদের দেশে এখন মেট্রোরেল নির্মিত হচ্ছে। এখানেও রাজ্জাক সাহেবের নামে কমপক্ষে একটি মেট্রোরেল স্টেশনের নামকরণ করা উচিত। তাহলে প্রতিদিন হাজারও মানুষ তাকে স্মরণ করবেন। নতুন প্রজন্মের কাছেও রাজ্জাক সাহেব বেঁচে থাকবেন।’

এ সময় শাকিব খান আরও বলেন, ‘গর্ব করে বলি তিনি আমাদের নায়করাজ। এটা রাজ্জাক সাহেব অবশ্যই ডিজার্ভ করেন। আমাদের ইন্ডাস্ট্রির জন্য তিনি সারাজীবন খেটেছেন। তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, স্বাধীনতা পদকসহ অসংখ্য সম্মাননা পেয়েছেন। রাজ্জাক সাহেবকে তার প্রাপ্য সম্মান হিসেবে এটা সরকারের করা উচিত। আমাদের ঢাকায় যে মেট্রোরেল হচ্ছে সেখানে নায়করাজ রাজ্জাক মেট্রোরেল স্টেশন নামকরণ হোক।’