নিউজিল্যান্ডের মাঠ যেন ভারতের হোমগ্রাউন্ড

নিজেদের মাটিতে শক্তিশালী ভারত। কিন্তু বিদেশের মাটিতে অসহায়। শুধু ভারত নয়, উপমহাদেশের দল গুলোর ক্ষেত্রে এমনটাই ছিল পরিচিত।

কিন্তু এবার যেন সব হিসাবই পাল্টে দিল ভারত। দক্ষিন আফ্রিকার মাটিতে সফল হওয়ার পর অস্ট্রেলিয়ার মাটিতেও সফল হল তারা। এবার নিউজিল্যান্ডের মাটিকে তো রীতিমত হোম গ্রাউন্ডই বানিয়ে নিল দলটি।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে সাবেক কিউই অধিনায়ক স্টাইরিশ বলেছিল- অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের সিরিজ ছিল শুরু মাত্র। চুড়ান্ত পরীক্ষা তো হবে নিউজিল্যান্ডে।

কিন্তু ভারতের জন্য করা প্রশ্নের উত্তর এখন নেই খোদ স্বাগতিকদের কাছেই। তাইতো পরীক্ষায় পাস করতে ব্যর্থ হওয়া কিউইরা ৩ ম্যাচেই হেরে ২ ম্যাচ বাকি থাকতেই সিরিজ খুইয়ে বসে আছে।

তিনটি ম্যাচেই ভারতের কাছে কোন লড়াই-ই করতে পারেনি নিউজিল্যান্ড। সাধারনত এশিয়ার বাইরের দল গুলো ভারতের মাটিতে খেলতে গেলে এই অবস্থার সম্মুখীন হয় যে, তারা ভারতের বিপক্ষে কোন লড়াই ই করতে পারেনা। কিন্তু নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের সাথে যা করল, তাতে নিউজিল্যান্ডের মাটিকে ভারতের হোম গ্রাউন্ড বললেও ভুল হবেনা।