নির্বাচক প্যানেলে অধিনায়কের থাকা উচিত: মাশরাফি

কোন দল গঠনের সময় তা গঠন করেন নির্বাচকরা। অনেক সময় হয়তো কিছু কিছু ক্ষেত্রে অধিনায়কের পরামর্শ নিয়ে থাকেন তারা। তবে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি মনে করেন, নির্বাচক প্যানেলে অধিনায়ককে অন্তর্ভুক্ত করা উচিত।

বর্তমানে বাংলাদেশ জাতীয় দলে নির্বাচক প্যানেলে অধিনায়ক থাকতে পারেনা। নির্বাচকরা প্রয়োজন মনে করলেই কেবল অধিনায়ক মতামত দিতে পারেন। তবে মাশরাফি মনে করেন, একটা সময় আসবে যখন অধিনায়ক নির্বাচক প্যানেলে থাকবে।

মাশরাফি বলেন, যদি অধিনায়ককে নির্বাচক প্যানেলে না রাখে তাহলে ভবিষ্যতে কাজ করা কঠিন হয়ে যাবে। কারন, মাঠে ১১জন খেলোয়ার নিয়ে মাঠে নামে অধিনায়কই। এখন ভাবতে পারে দলের একাদশ তো ঠিক আছে, বাকি চারজন কারা হবে সেটা নির্বাচন করার অধিনায়কের দরকার নেই। কিন্তু আমি মনে করি ১৫জনই অধিনায়কের জন্য গুরুত্বপূর্ন।

মাশরাফি বলেন, যেকোন সময় যে কাউকে দরকার হতে পারে। অধিনায়কের নাম তালিকায় প্রথমে থাকলেও সবাই সমান গুরুত্বপূর্ন। এই কারনে আমার মনে হয় অধিনায়কের কথা শুনেন বা না শুনেন, অধিনায়ককে নির্বাচক প্যানেলে রাখা প্রয়োজন।