প্রথম লেগে খেলবেনা নেইমার

পিএসজির ঘরোয়া লিগে নেই কোন প্রতিদ্বন্দ্বীতা। তাই ঘরোয়া লিগে শিরোপা জিতা পিএসজির জন্য বোরিং হয়েও উঠতে পারে। কিন্তু তারপরও এত এত টাকা খরচ করে দল সাজানোর অর্থটা অধরা চ্যাম্পিয়নস লিগের জন্যই।

কিন্তু এই স্বপ্নটা যে স্বপ্নই থেকে যায় পিএসজির। নেইমার এবং এমবাপ্পেকে এত টাকা দিয়ে কেনার পর গতমৌসুমে দ্বিতীয় রাউন্ডেই রিয়ালের বিপক্ষে হেরে বিদায় নিয়েছে তারা। এই দুই দলের দ্বিতীয় লেগে আবার নেইমারকে পায়নি দলটি। কেননা, পিএসজির এই তারকা তখন ইনজুরিতে।

এবার আরও বেশি সম্ভাবনা নিয়েই দ্বিতীয় রাউন্ডে পা রেখেছিল দলটি। কিন্তু এবারও সেই ইনজুরির হানা। এবার শুধু নেইমারই নয়, একই সাথে ভেরাত্তিও ইনজুরিতে পড়েছেন। আর দলের দুই পজিশনের দুই সেরা তারকাকে ছাড়াই তারা মাঠে নামবে ম্যানইউর।

পিএসজি কোচ থমাস টুখেল বলেছেন, নেইমারের প্রথম লেগে খেলার সম্ভাবনা খুবই কম। তবে দেখি শেষ পর্যন্ত কি হয়।

তবে ফ্রান্সের মিডিয়া গুলো জানিয়েছে, নেইমারকে প্রথম লেগে কোন ভাবেই পাবেনা পিএসজি। ব্রাজিলিয়ান এই তারকা দ্বিতীয় লেগে খেলতে পারবেন।

এর আগে গত রবিবার ব্রাজিল কোচ টিটে এবং ডাক্তার লাসমার নেইমারকে দেখতে আসেন।