ফুলছড়িতে ভ্রাম্যমান আদালতে ব্যবসায়ীর দেড় লক্ষ টাকা জরিমানা

আশরাফুল ইসলাম, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ভ্রাম্যমান আদালত এক ব্যবসায়ীর ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল হালিম টলষ্টয় এ জরিমানা করেন।

গত মঙ্গলবার সন্ধ্যায় ফুলছড়ি হাটেউপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল হালিম টলষ্টয় ও উপজেলা কৃষি অফিসার আসাদুজ্জামান অভিযান চালানো কালে ফুলছড়ি ইউনিয়নের পিপুলিয়া গ্রামে সাদ্দাম হোসেনের (২৭) মেসার্স সাদ্দাম ট্রেডার্সে ভেজাল সার ও মেয়াদ উত্তীর্ণ কীটনাশক জব্দ করেন।

এ সময় সাদ্দাম হোসেনকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ অনুযায়ী তার ১ লক্ষ ৫০ হাজার জরিমানা করা হয়। তাৎক্ষণিক জরিমানার টাকা বুঝিয়ে দিয়ে সাদ্দাম মুক্তিলাভ করে।