ফেসবুক কুরআন প্রতিযোগীতার ৪র্থ পর্বের ফলাফল ঘোষণা

শিফুল্লা মান্সুর, খুলনা প্রতিনিধিঃ সোস্যাল মিডিয়া দাওয়াতুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে গত মার্চ মাস থেকে শুরু হওয়া ফেসবুক কুরআন প্রতিযোগীতার ৪র্থ পর্ব শেষ হয়েছে।

এ পর্বে সৌদিআরব, আরব আমিরাত, বাহরাইন, সাইপ্রাস, মালয়েশিয়াসহ দেশের বিভিন্ন জেলার মোট ১০৫জন প্রতিযোগি অংশগ্রহণ করেন। অংশগ্রহণ কারীদের মধ্য থেকে প্রাপ্ত নাম্বারের উপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরিতে ২৩জনকে বিজয়ী ঘোষণা করাহয়েছে।

খুলনা মহানগরীর শান্তিধাম মোড়স্থ ফাউন্ডেশনের কার্যালয়ে সংগঠনের সদস্য সচিব ক্বারী মাওলানা মো. মাহাদী হাসান কাওসারীর পরিচালনায় ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. হাফেজ মাওলানা মো. সাইফুল্লাহ মানসুর বিজয়ীদের নাম ঘোষণা করেন। বিজয়ীরা হলেন-প্রথম স্থান ইঞ্জিনিয়ার মামুন প্লাবন (ঢাকা), দ্বিতীয় স্থান প্রফেসর জান্নাতি বিনতে হায় (ঢাকা), তৃতীয় স্থান মমতা ইসলাম (ঢাকা), চতুর্থ স্থানডা. কামরুন নাহার রুনা (ঢাকা), ৫ম স্থান মো. কুদরাতুল্লাহ (লক্ষিপুর), ৬ষ্ঠ স্থানমুনতাজার আহমেদ (ঢাকা), ৭ম স্থান জায়েদ আল মাহমুদ (চট্রগাম)।

চ্যাম্পিয়ন অফদ্যা মান্থ পুরস্কার পাবেন সেপ্টেম্বর’১৮ মো. এনামুল হক (পিরোজপুর), অক্টোবর’১৮ইউসুফ আজম (সৌদি আরব প্রবাসী) ও নবেম্বর’১৮ মোহাম্মদ শিরাজুল ইসলাম(চট্টগ্রাম)।

বিশেষ পুরষ্কার পাবেন সৈকত রায় শৈশব (সিলেট) ও ইঞ্জিনিয়ার মুনতাসির মামুন (খুলনা)। এ ছাড়া সান্তনা পুরষ্কার পাবেন-আব্দুল্লাহ খান (লক্ষিপুর),তৌহিদুল ইসলাম (ঢাকা), সপ্নের জীবন (নিলফামারি), তৌফিকুর রহমান(সাইপ্রাস প্রবাসী), মন পাখি বসন্তের ফুল (ভোলা), মো. আল কামাহ খাঁন (খুলনা), মোহাম্মদ সজিব (সৌদী প্রবাসী), রিধিতা আফরিন কথা (বরিশাল), মো. মাসুদখান (খুলনা), তাজকিয়া মেঘলা (রাজশাহী) ও মো. হেলাল উদ্দিন (খুলনা)।

এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের খুলনা বিভাগের পরিচালক মো. হেলাল উদ্দিন, সহ-পরিচালক মো. মাসুদ খান, মো. সাইফুল ইসলাম, অফিস পরিচালক মো. রাকিব রাইয়ান ও মো. গোলাম রাব্বি প্রমুখ।