বকশিগঞ্জে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা

সাইফুল ইসলাম, বকশিগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলায় ৪৮ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

৮ জানুয়ারি বকশিগঞ্জ ঐতিহ্যবাহী এন.এম উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি বকশিগঞ্জ উপজেলা শাখার ব্যবস্থাপনায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সমাপনী ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

পুরস্কার তুলে দিয়েছেন বকশিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ছানোয়ার হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাহমিনা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, জানকীপুর ইসলামিয়া আলিম মাদরাসার সুপাররিনটেডেন্ট মাওলানা মোঃ শাহ্জাহান, সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনষ্টিটিউটের সুপারিনটেডেন্ট মোহাম্মদ সোহরাব হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নূর মোহাম্মদ, এন.এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসুমুল হক সিদ্দিকী, খেওয়ারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম হাবিবুর রহমান প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেছেন বাগাডুবা দাখিল মাদরাসার শাররীক শিক্ষক আব্দুল হক।

উল্লেখ্য ৪ দিনব্যাপী ক্রিকেট, ভলিবল, বেডমিন্টল, এ্যাথলেটিক্সসহ শীতকালীন বিভিন্ন খেলাধুলার সমাপনী দিনে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে। ১২ ওভারের খেলায় ৯ রানে এন.এম উচ্চ বিদ্যালয়কে হারিয়ে ১০৫ রানে বিজয়ী হয়েছে জানকীপুর ইসলামিয়া আলিম মাদরাসা। ম্যান অব দ্যা ম্যাচ অর্জন করেছে এন.এম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ সাকিব।