বগুড়া জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

খালিদ হাসান, বগুড়া প্রতিনিধিঃ বগুড়া জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ জানুয়ারী) সকাল দশটায় পুলিশ লাইন্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম।

সভায় গত ডিসেম্বর মাসের কৃতিত্বপূর্ণ কাজের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ২১ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। অবসরগমন করা চারজন পুলিশ সদস্যকে সভায় বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার)সফিজুল ইসলাম, আঃ জলিল পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, গাজিউর রহমান, আনোয়ার হোসেন, আলমগীর রহমান, সহকারী পুলিশ সুপার হেলেনা আকতার সভায় উপস্থিত ছিলেন।

শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার রোকসানা ইসলাম সুজানা এর উপস্থাপনায় সভায় পুলিশ লাইন্স কলেজের প্রিন্সিপাল শাহাদত আলম ঝুনু এবং ডাঃ অসীম কুমার সাহা উপস্থিত ছিলেন। পুরস্কার প্রাপ্ত (ক্রেস্ট) পুলিশ সদস্যরা হলেন এএসআই মোঃ আব্দুস সালাম(সদর থানা), এ এস আই মোঃ রফিকুল ইসলাম (শিবগঞ্জ), এ এস আই রুস্তম ফারুক (সান্তাহার ফাঁড়ি), এস আই মোঃ রহিম উদ্দিন (সদর থানা), এস আই মোস্তাফিজুর রহমান (শিবগঞ্জ), এস আই আঃ কুদ্দুস ( উপশহর ফাঁড়ি), সার্জেন্ট গোপাল চন্দ্র মন্ডল (সদর ট্রাফিক), এস আই মোঃ নজরুল ইসলাম (ডিএসবি), এস আই মোঃ ফারুক হোসেন পিপিএম (ডিবি), এস আই মোঃ শামীম আক্তার (মোকামতলা তদন্ত কেন্দ্র), ইন্সপেক্টর আবুল কালাম আজাদ (শাজাহানপুর), সনাতন চন্দ্র সরকার (গাবতলী), ইন্সপেক্টর মোঃ আনোয়ার হোসেন (সদর ট্রাফিক)।

অর্থ পুরস্কার প্রাপ্ত পুলিশ সদস্যরা হলেন মোঃ ছাম্মাক হোসেন (সারিয়াকান্দি), এস আই জিয়াউর (সদর থানা), এ এস আই সালাম (সদর), এ এস আই শাহাদত হোসেন(সদর), এ এস আই এরশাদ সরকার(সদর), এ এস আই মামুন (শিবগঞ্জ), এ এস আই মোজাম্মেল (কাহালু), এ এস আই আতাউর( কাহালু), অবসরগমনকারী পুলিশ সদস্যবৃন্দ হলেন কং মুখলেসুর রহমান, কং আঃ হামিদ, কং নুরুল ইসলাম এবং আঃ রাজ্জাক।