বছরের প্রথম প্রহরে চাঁপাইনবাবগঞ্জে পাঠ্য পুস্তক উৎসব

শাহ্ আলম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ শিক্ষা নিয়ে গড়ব দেশ-শেখ হাসিনার বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে মঙ্গলবার সকালে পাঠ্য পুস্তক উৎসব-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। ছোট্ট শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক ও পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম পিপিএম-বিপিএম।

ঐতিহ্যবাহী শতবর্ষীয় শিক্ষা প্রতিষ্ঠান হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে এ বই এর উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিফ, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দাউদ হোসেন, মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মনোয়ারা খাতুন প্রমুখ।

সকাল থেকেই নতুন বই এর গন্ধে ভরে উঠে স্কুলের মাঠ। শতশত স্কুলের শিক্ষার্থী নতুন বছরের প্রথম দিন নতুন বই পেয়ে বেশ আনন্দিত। জেলার নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়, ফুলকুঁড়ি উচ্চ বিদ্যালয়, নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়, হেফজুল উলুম মাদ্রাসা, নবাবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, কামাল উদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয়সহ জেলার প্রত্যেকটি বিদ্যালয়ের নতুন বই উৎসব আয়োজন করা হয়েছে।