বরিশালে বিএমপির ৫ দিন ব্যাপী মামলা তদন্ত ও কেস ডায়েরী লিখন প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

জাকারিয়া আলম দিপু, বরিশাল জেলা প্রতিনিধি: বরিশাল নগরীর আমতলা মোড়স্থ বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে এসআই নিরস্ত্রদের ০৫ (পাঁচ) দিন ব্যাপী মামলা তদন্ত ও কেস ডায়েরী লিখন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

আজ ০৬ জানুয়ারী বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর) হাবিবুর রহমান খান বিএমপি এসআই নিরস্ত্রদের ০৫ (পাঁচ) দিন ব্যাপী মামলা তদন্ত ও কেস ডায়েরী লিখন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্স ২০১৯ উদ্বোধন করেন।

পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রকাশিত ‘অপরাধ তদন্ত নির্দেশিকা’ অনুযায়ী মামলা তদন্ত ও কেস ডায়েরী লিখন করার বিষয়ে উপ-পুলিশ কমিশনার হাবিবুর রহমান খান বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার বিএমপি (অতিঃ আইজি) মোশারফ হোসেন নির্দেশনায় এ প্রশিক্ষণ দেন।

উল্লেখ্য কর্মকর্তাদের গুণগত মান ও দক্ষতা বৃদ্ধির জন্য এ প্রশিক্ষণ কোর্স আয়োজন করে থাকে।