বরিশালে মানবিক মূল্যবোধ ও নৈতিকতা সম্পন্ন জাতি গঠনে কর্মশালা

জাকারিয়া আলম দিপু, বরিশাল জেলা প্রতিনিধিঃ আজ ১৬ জানুয়ারি সকাল ১০ টায় কবি জীবনানন্দ দাস স্মৃতি মিলনায়তন ও পাঠাগারে। জেলা প্রশাসনিক ও মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৫ম পর্যায় বরিশাল এর আয়োজনে। মানবিক মূল্যবোধ ও নৈতিকতা সম্পন্ন জাতি গঠনে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা শীর্ষক জেলা কর্মশালা ২০১৯ অনুষ্ঠিত হয়।

এস, এম, অজিয়র রহমান, জেলা প্রশাসক বরিশাল এর সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন রাম চন্দ্র দাস, বিভাগীয় কমিশনার বরিশাল।

স্বাগত বক্তব্য রাখেন রঞ্জিত কুমার দাস (অতিরিক্ত সচিব) প্রকল্প পরিচালক, মশিগশি প্রকল্প, বিশেষ অতিথি মোঃ আব্দুল রাকিব হাসান, অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল, অধ্যক্ষ বিপুল বিহারী হালদার, সম্মানিত ট্রাস্টি, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, অরো উপস্থিত ছিলেন বিজয় কৃষ্ণ দে, তপংকর চক্রবর্তী সহ কর্মশালায় আগত অংশগ্রহণকারীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন শুদ্ধ ভাবে গীতা পাঠ করা আমাদের নৈতিক দায়িত্ব তাই কর্মশালায় মানবিক মূল্যবোধ ও নৈতিকতা সম্পন্ন জাতি গঠনে ভূমিকা রাখবে বলে তারা আসা প্রকাশ করেন।